প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীণে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) দেশে বিদ্যমান জনমিতিক লভ্যাংশের সুবিধাকে কাজে লাগানোর জন্য জনশক্তিকে জনসম্পদে রূপান্তর, শিল্পায়নের ক্ষেত্রে বহুমুখি শ্রমের চাহিদা পূরণ, আন্তর্জাতিক বাজারে অধিক সংখ্যক দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ২০৪১ সালের মধ্যে আর্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। দেশী বিদেশী বিনিয়োগ আকর্ষণ ত্বরান্বিত করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন যার মধ্যে দক্ষ জনশক্তির সরবরাহ অন্যতম। বর্তমানে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দক্ষ জনশক্তির চাহিদা পুরণে এবং পরোক্ষভাবে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
বর্ণিত প্রেক্ষাপটে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক গত ৭ মে, ২০২৩ তারিখ সকাল ১০:০০ টায় বিনিয়োগ ভবনস্থ বিডা অডিটোরিয়ামে একটি কর্মশালা আয়োজন করে। উক্ত কর্মশালার প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর সম্মানীত নির্বাহী চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নত কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ।
শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সহ ৯১টি আমন্ত্রীত প্রতিষ্ঠান প্রধান/কর্মকর্তাগন অংশগ্রহন করেন। শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে প্রতিনিধিত্ব করেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলীম খাঁন। কর্মশালা আয়োজনে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।